ব্র্যাকের উন্নয়ন কর্মসূচি, এন্টারপ্রাইজ ও ইনভেস্টমেন্টসমূহের সম্মিলিত রূপ যে ‘ব্র্যাক মডেল’-এর ধারণা তুলে ধরে, সেটি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন তথা ব্র্যাকের লক্ষ্য ও সামগ্রিক রূপকল্প বাস্তবায়নে কাজ করে। ব্র্যাকের বিসত্মৃত কর্মসূচিগুলোতে যেসব সামাজিক এবং মানবহিতৈষী কর্মকা- পরিচালিত হয় তা সম্পূর্ণ অনুদানভিত্তিক, অলাভজনক উদ্যোগ। এর থেকে যে মুনাফা হয় তার ৫০ শতাংশ উন্নয়ন কর্মসূচিসমূহের তহবিল গঠনে ব্যবহৃত হয়। বাকি ৫০ শতাংশ পুনর্বিনিয়োগ করা হয়।
ব্র্যাক ইনভেস্টমেন্টের বিনিয়োগসমূহ এবং লাভজনক আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো মুনাফার লক্ষে যেমন পরিচালিত হয়, একইসঙ্গে এসব কর্মকান্ডে সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও নিহিত থাকে। যেমন, স্বল্প আয়ের লোকদের জন্য আবাসন, মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, তথ্যপ্রযুক্তি এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা। বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ আমাদের সামাজিক উদ্যোগকে অর্থনৈতিক স্থিতিশীলতা দান করে এবং বিদেশি অর্থায়ন ও দাতাদের উপর নির্ভরশীলতা কমাতে উলেস্নখযোগ্য ভূমিকা রাখে।
ব্র্যাক এন্টারপ্রাইজেস ও ইনভেস্টমেন্টসমূহ ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিম্নলিখিত উপায়ে সহায়তা করে :
ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজেস
ব্র্যাক সাবসিডিয়ারিস অ্যান্ড অ্যাসোসিয়েটস
ব্র্যাক ব্যাংক সাবসিডারিস
ব্র্যাক ব্যাংক অ্যাসোসিয়েটস